দৈনিক শিক্ষাডটকম,চাদপুর: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পুরো বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। এতে করে বিদ্যালয়টির সাড়ে ৫০০ শিক্ষার্থীর পাঠদান চলছে প্রতিষ্ঠানটির বারান্দায়। সোমবার (২৭ মে) বিকেলে ঝড়ের আঘাতে চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আল বান্না মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির পশ্চিম পাশে তিন কক্ষের পাকা ভবনের একটি কক্ষে প্রধান শিক্ষক, পাশের কক্ষে শিক্ষক মিলনায়তন এবং তার পাশের একটি কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস চলছে।
এ ভবনের বারান্দায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছেন দুই শিক্ষক। এ ছাড়া পাকা ভবনের পূর্ব পাশে দুটি টিনশেড ভবনের পুরো চাল উড়ে গিয়ে মাঠের মাঝখানে পড়ে আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান জানান, কয়েক মাস আগে দুটি টিনশেড ভবন ২০ লাখ টাকায় তৈরি করা হয়। টিনের চাল উড়ে যাওয়া ভবনগুলোতে দুই শিফটে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠদান হতো।
কিন্তু চাল উড়ে যাওয়ায় বারান্দায় শুধু ষষ্ঠ শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নজরুল ইসলাম তালুকদার জানান, এই মুহূর্তে সরকারি বা বেসরকারি কোনো অনুদান না পেলে আর চালগুলো মেরামত করতে না পারলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি, দেখি কী করা যায়।’