আগামীকাল বুধবার টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এ তিন উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ২৩৮টি ঘরের উদ্বোধন করবেন তিনি।
সোমবার আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাশেম, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর নাহিয়ান নুরেনসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণাসহ ২৩৮ টি ঘরের উদ্বোধন করবেন। এর আগে ১২ টি উপজেলায় তিন হাজার ৬৩২টি ভূমি ও গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়। মুজিববর্ষ উপলক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে দুই হাজার ৯৬২ টি পরিবারের মাঝে জমিসহ পাকা দালান গৃহ ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
আশ্রয়ণের বাসিন্দাদের স্বাবলম্বী করতে ভ্যান গাড়ি, সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রশাসনের হস্তক্ষেপে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকা ব্যক্তিদের স্ব স্ব কাজ নিশ্চিত করা হয়েছে। গোপালপুর উপজেলায় ১৮৪ জন ভূমিহীন ও গৃহহীনদের মুজিববর্ষের ঘর দেয়া করা হয়েছে। গত বছর ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামের মডেল আশ্রয়ণ প্রকল্পের ১৭ টি পরিবার স্বাবলম্বী হয়েছেন।
জসীম উদ্দীন হায়দার বলেন, আশ্রয়ণ প্রকল্পের জন্য ৭৬ একর ১৬ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪০ কোটি ৫৭ লাখ ৪৪ হাজার টাকা। এছাড়াও ফসলিসহ বিভিন্ন শ্রেণির ২১৮ দশমিক ৭২ একর জমি উদ্ধার করা হয়েছে। আশ্রয়ণের বাসিন্দাদের স্বাবলম্বী করতে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস, ঈদসহ বিভিন্ন উৎসবে আশ্রয়নের বাসিন্দা পরিবারের শিশুদের নতুন কাপড় খাদ্য সহায়তা দিয়ে প্রশাসন তাদের পাশে রয়েছে।