বন্যা পরিস্থিতির কারণে তাহিরপুরের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এ ঘোষণা দেন। তাহিরপুর উপজেলার অন্যতম পর্যটনস্পটগুলো হলো, টাঙ্গুয়ার হাওর, লাকমাছড়া, নীলাদ্রি লেক (শহীদ সিরাজলেক), বড়গুপটিলা, যাদুকাটা নদী ও শিমুল বাগান।
এদিকে ঈদুল আজহার ছুটিতে দেশের অন্যতম পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য হাউজবোটগুলোর জন্য অগ্রিম বায়না করে রেখেছিলেন পর্যটকরা। এ অবস্থায় হাউজবোট বায়না করা পর্যটকরা তাদের চুক্তি করা বায়নার টাকা বাতিল করেছেন বলে জানিয়েছেন হাউজবোট চালক কলিন মিয়া।
বন্যার পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তিনটি জায়গা তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের ভেঙে যাওয়া স্থানগুলো হলো- তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর সড়ক, বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা ১০০ মিটার সড়ক ও সুনামগঞ্জ সড়কের লালপুর সড়ক।
তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ বিশ্বম্ভরপুর উপজেলা সদরের বাসিন্দা মুহিব্বুর রহমান জানান, বানের পানি বৃদ্ধি দেখে তিনি মঙ্গলবার সকালে মাদ্রাসায় গিয়ে প্রতিষ্ঠানের কাগজপত্র ভালোভাবে সংরক্ষণ করে রেখেছেন।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, এ ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট বন্যার পানিতে ভেঙে গেছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর রাস্তাটি বানের পানিতে ব্যাপক ক্ষতি হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটনস্পট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের তিন স্থানে ভাঙন দেখা গেছে।