টিউশন ফি কমানো, গবেষণা তহবিল বাড়ানোসহ কয়েক দফা দাবি আদায়ে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে (আইইউবি) আন্দোলনে করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ক্যম্পাসে এই আন্দোলন হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্ররা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর বিকাল ৩টার পর আজকের মতো কর্মসূচি শেষে ক্যাম্পাস ছেড়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, নতুন নিরপক্ষে উপাচার্য নিয়োগ করতে হবে। অনেকগুলো কোর্সের ফি বাড়ানো হয়েছে যা দ্রুত কমাতে হবে। ইন্টার্নশিপের খরচ শূন্য করতে হবে। শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সের ফি বাড়িয়ে দেওয়া হচ্ছে। গবেষণা তহবিল কমিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকদের বিভিন্ন পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, নতুন শিক্ষক নিয়োগ দিলে খরচ বাড়বে এই অজুহাতে বর্তমান সব অধ্যাপকের কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। অযৌক্তিক ওয়ার্কলোড চাপানো হচ্ছে। ডিপার্টমেন্টগুলো থেকে সব ধরনের কোর্স এবং সেকশনের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।