বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত নীতিমালার খসড়া পর্যালোচনায় আগামী রোববার (৪ জুন) এক সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকালে অনুষ্ঠিতব্য সভায় সভাপত্বি করবেন মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে।
রোববার সকাল দশটায় অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজের অফিসে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
জানা গেছে, ওই সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ ও বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক ও কলেজ শাখার পরিচালক, ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও মাধ্যমিক শাখার উপপরিচালক, মাধ্যমিক শাখার সহকারী পরিচালক এবং আইন শাখার শিক্ষা কর্মকর্তাকে সভায় অংশ নিতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।