সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে পেশামূলক উপবৃত্তির জন্য প্রশিক্ষণার্থী শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রশিক্ষনার্থীদের তথ্য নির্ধারিত ছকে ২১ আগস্টের মধ্যে ইমেইলে এবং হার্ড কপি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মাউশি অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
ছিঠিতে বলা হয়েছে, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর ২০২৪-২০২৫ অর্থবছরে পেশামূলক উপবৃত্তির কোটা বণ্টনের জন্য প্রশিক্ষণার্থীদের নামের তালিকা প্রয়োজন। নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্য ২১ আগস্টের মধ্যে জরুরিভিত্তিতে ইমেইলে ([email protected]) এবং হার্ড কপি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হলো।
এই চিঠি ঢাকা, ফেনী, ময়মনসিংহ, ময়মনসিংহ (মহিলা), কুমিল্লা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, যশোর, পাবনা, সিলেট, ফরিদপুর ও বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষকে পাঠানো হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।