ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে জেলা শহরের আর্ট গ্যালারি এলাকার একাত্তরের অপরাজয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে সেখানে পুলিশ ব্যারিকেড দিলে দুপুর ১২টার দিকে তা ভেঙে মিছিল নিয়ে শহরের চৌরাস্তার আদালত চত্বরের দিকে যায় আন্দোলনকারীরা।
পরে পুলিশ আদালতের মূল ফটকের সামনের সড়কে ব্যারিকেড দেয়।
এ সময় শিক্ষার্থীরা আদালত চত্বরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করেন।