শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিন আগামী ১৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ড. ইউনূস, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন বাড়ানোর আবেদন করেন। শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল এ আদেশ দেন।
আদালতে চারজনের পক্ষে শুনানিকারী আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ মামলায় জামিন ও সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজ (গতকাল) ধার্য ছিল। জামিন বর্ধিত করা হয়েছে। আপিলের ওপর শুনানি ওইদিন হতে পারে বলে ধরে নিতে হবে।’ মামলার বাদী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।