ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ইসলামিক কালচারাল ক্লাব’ আয়োজিত ফেইথ অ্যান্ড ফিউচার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নের জন্য এই সেমিনারের আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি কোরআন-হাদিসের আলোকে দেশের প্রতি তরুণসমাজের কর্তব্য-শীর্ষক আলোচনা করেন।
নৈতিক অবক্ষয়রোধে যুবসমাজের করণীয়-শীর্ষক আলোচনা করেন বিশেষ অতিথি উসতাজ আবু তাসমিয়া আহমদ রফিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।
এছাড়াও না’তে রাসুল (স.) পরিবেশন ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ কলেজের ছাত্র ফারহান ফাইয়াজের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষরা, ক্লাবসগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, আমন্ত্রিত অতিথিরা, অভিভাবকরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকরা।