সারাদেশের মতো নেত্রকোণার কেন্দুয়ায়ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে। রোববার কেন্দুয়া সরকারি কলেজ কেন্দ্র ভেন্যু পারভিন সিরাজ মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। আগামী ১২ মার্চ পর্যন্ত এ পরীক্ষা চলবে।
কেন্দুয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৯১ জন। এ বছর কেন্দুয়া সরকারি কলেজ থেকে অংশ নিচ্ছেন ৬৩৫ জন এবং গন্ডা ডিগ্রি কলেজ থেকে অংশ নিচ্ছেন ৫৬ জন পরীক্ষার্থী।
কেন্দুয়া সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষ বাবু উত্তম কুমার কর বলেন, পারভিন সিরাজ মহিলা কলেজের ভেন্যুতে ৬৯১ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি রয়েছে। পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।