মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে আলোচনা শুরু করেছেন শিক্ষক নেতাদের একটি প্রতিনিধি দল। মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান নেয়া বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) পাঁচ নেতার সমন্বয়ে গঠিত এ প্রতিনিধি দলের সদস্যরা এখন অধিদপ্তরে সভায় অংশ রয়েছেন।
সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে অধিদপ্তরের কলেজ প্রশাসন শাখার পরিচালকের দপ্তরে এ সভা শুরু হয়।
বিটিএ সভাপতি বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শেখ কাওসার আহমেদসহ মোট ৫ জন নেতা এ সভায় অংশ নিচ্ছেন। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, মাধ্যমিক ও কলেজ শাখা পরিচালক, একজন উপপরিচালক ও পুলিশের কয়েকজন কর্মকর্তা রয়েছেন।