নীলফামারীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে এক যুবককে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে ছাত্রলীগের সাবেক তিন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্তরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক ও পৌর শহরের সওদাগড়পাড়ার নাদিফ জামান ঊষা; সংগঠনের সাবেক কর্মী বাড়াইপাড়ার তানভীর আহম্মেদ প্রান্ত এবং ডালপট্টি এলাকার ফজলে রাব্বী। গত বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দুপুরে সদর উপজেলার চাপড়া সরমজানি যাদুরহাট এলাকার নূর ইসলামের ছেলে সজল আহমেদ ব্যাংকে জমা দেওয়ার জন্য ৫০ হাজার টাকা নিয়ে শহরের চৌরঙ্গীর মোড়ে আসেন। সেখানে ডিবি পরিচয় দিয়ে সজলকে তুলে নেওয়া হয়। এতে চার ব্যক্তি জড়িত ছিলেন। পরে তাঁরা বাইপাস মডেল মসজিদের পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে সজলের কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেন। সেই সঙ্গে তাঁর কাছে ৫ লাখ টাকা পাবেন মর্মে ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তা ভিডিও করে রাখেন।
সজল শেষ পর্যন্ত সন্ধ্যার দিকে কৌশলে পালিয়ে এক বাড়িতে গিয়ে ওঠেন। তখন এলাকার লোকজন জড়ো হয়ে অভিযুক্ত ব্যক্তিদের চিনতে পারেন। পরে ভুক্তভোগী সজল রাতে চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।