ডুজার নতুন কমিটির অভিষেক

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে বর্ষসেরা রিপোর্টার পুরস্কার প্রদান এবং বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

অনুষ্ঠানে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক আমাদের বার্তার প্ল্যানিং এডিটর বোরহানুল হক সম্রাট বলেন, আমার সাংবাদিকতার বয়স ২৫ পেরিয়ে গেছে। এই লম্বা জার্নিতে সংকটের মধ্যে উল্লেখযোগ্য হলো, সেল্ফসেন্ট্রিক হয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা যেখানে একজন বাজেট, রাজনীতি, শিক্ষাসহ নানা দিক নিয়ে কাজ করার সুযোগ থাকে, যা একজনকে অনেক বেশি পাকা করে তোলে। বাংলাদেশের গণমাধ্যমে কোথাও সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়া রাজনীতিতে ছাত্রলীগ, ছাত্র দল, ইউনিয়ন, ফ্রন্ট সহ সবাই এই বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রে পৌঁছায়। শুধু সাংবাদিকতা নয়, প্রতিটি ক্ষেত্রেই আমরা সবাই এমন একটি প্রতিষ্ঠান থেকে বের হলাম, কিন্তু আনাদের স্ব-স্ব ক্ষেত্রে কতোটুক সেই মানটি রক্ষা করতে পারলাম সেটি আমার আক্ষেপ কাজ করে। তাই স্বাধীনতার ইতিহাসকে মূল্য দেয়ার পাশাপাশি যেমন দেশপ্রেম বজায় রাখতে হবে, সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান রক্ষা আমাদেরই করতে হবে।

সাংবাদিকতায় পেশাদারিত্বের সংকট: বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক বলেন, সাংবাদিকতা এমন এক পেশা, যেখানে সব সময় মস্তিষ্ক দিয়ে কাজ করতে হয়। দেহকে আটকে রাখতে পারলেও মস্তিষ্ককে কিন্তু বন্দি করতে পারবেন না।
 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। মাঝে মাঝে সিন্ডিকেটেড সংবাদ পরিবেশনের কারণে সংবাদের বস্তুনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ হয়। তাই বস্তুনিষ্ঠতা ও মূল্যবোধ বজায় রেখে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

সাংবাদিক সমিতির বিদায়ী কমিটির সভাপতি মামুন তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সংগঠনের নতুন কমিটির সভাপতি আল সাদী ভূঁইয়া বক্তব্য দেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্টজন, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতারা ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

এছাড়া, সাংবাদিক সমিতির সমিতির বর্ষসেরা রিপোর্টারদের পুরস্কার দেয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার, দ্য ডেইলি অবজারভারের প্রতিনিধি তাওসিফুল ইসলাম, বিডিনিউজ২৪.কমের প্রতিনিধি মো. রাসেল সরকার, দ্য নিউ নেশনের প্রতিনিধি মনিরুজ্জামান, দৈনিক কালবেলার প্রতিনিধি মোতাহার হোসেন এবং ঢাকা পোস্টের প্রতিনিধি আমজাদ হোসেন হৃদয়।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0040831565856934