আমাদের বার্তা ডেস্ক: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার তৃতীয় প্রান্তিকের অংশীজনের অংশগ্রহণে মাঠ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) টঙ্গী সাহারা মার্কেট বিসিক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপ বিভাগীয় প্রকৌশলী শাকিল খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডেসকো টঙ্গী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সায়েদুর রহমান।
সভার সভাপতি উপস্থিত স্টেকহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সরকারের অন্যতম লক্ষ্য। আসন্ন গ্রীষ্মে জাতীয় সম্পদ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি গ্রাহকদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেসকোর শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির সদস্য ব্যারিস্টার রিয়াজুল হোসেন তালুকদার, প্রকৌশলী কামরুল ইসলাম, প্রকৌশলী আব্দুল্লাহ বায়েজিদ, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় আরো বক্তব্য দেন গাজীপুর জেলার সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি মনিরুল ইসলাম রাজীব।
এ ছাড়াও সভায় স্থানীয় সাংবাদিক নুরুল ইসলাম, শিল্পগ্রাহক মো. রাশেদুল আলম, বেঙ্গল প্লাস্টিকের মো. মহিউদ্দিন, ইউনিয়ন গ্রুপের প্রতিনিধি গিয়াস উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।