রাজধানীর বকশি বাজার এলাকার সরকারি মাদরাসা-ই-আলিয়ার দুটি আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আজ বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মাদ আবদুর রশীদ।
এর আগে, মাদরাসার আল্লামা কাশগরী হল ও শহীদ ইবরাহীম হলের প্রতিটি কক্ষে পুলিশের তল্লাশি চালানো হয়। এসময় দুইজনকে আটকের ঘটনাও ঘটে। আটককৃতরা হলেন আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষের বাপ্পি এবং ৩৬৮ নম্বর কক্ষের আজিজ। এরমধ্যে আটককৃত বাপ্পি বহিরাগত বলেও জানা গেছে।
রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে মাদরাসা এবং হল প্রশাসনের উপস্থিতিতে এ রেইড দেয় পুলিশ। আটককৃত কাছে মাদক সহ বেশ কিছু টাকা পাওয়া গেছে বলেও জানা গেছে। এছাড়াও কয়েকটি কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও চাপাতিও উদ্ধার করা হয়েছে।
তবে মধ্যরাতে পুলিশের আগমনে আতংক ছড়িয়ে পড়েছে আবাসিক হলের সাধারণ শিক্ষার্থীদের মাঝে।