ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ঢাকা উইমেন কলেজ, উত্তরা এক আলোচনা সভার আয়োজন করেছে হয়।
শিক্ষকের মধ্যে বক্তব্য দেন ফারজানা হক রোজী, রওশন আরা সাথী, নির্মল কুমার ঘোষ, সোলেমা খাতুন, মো. সোলায়মান হোসেন ও নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে সভাপতি ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ সমাপনী বক্তব্যে বাঙালির মুক্তির সনদ হিসেবে ঐতিহাসিক ৬ দফার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষক শিক্ষার্থীর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।
আলোচনা সভায় ছাত্রীদের মধ্যে বক্তব্য দেন ফারজানা আক্তার, আফরীন আক্তার এবং জান্নাতুন নেছা টিউলিপ।
অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মনোবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ফেরদৌসী খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে অর্থনীতি বিভাগের প্রভাষক সুমা মন্ডল।