ঢাকা উইমেন কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। এ উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, কর্ম-শিক্ষাসহ নানা বিষয়ের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোওয়াত করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন একাদশ শ্রেণির ছাত্রী আরিফা আক্তার কেয়া, অফিস কর্মকর্তা গোলাম হাফিজুল হক, সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের প্রধান মো. জামান হোসেন, এবং গণিতের সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসেন।
অনুষ্ঠানের সভাপতি ঢাকা উইমেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল বাতেন বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবন আদর্শ ও দর্শনের আলোকে সমাজ ও রাষ্ট্র আলোকিত হবে।
রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের উদ্যোগ গ্রহণ করায় তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন আইসিটি বিষয়ের শিক্ষক মো. সেলিম হোসেন।