দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে মঙ্গলবার ঢাকা উইমেন কলেজ কর্তৃক এক আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর শিক্ষক, শিক্ষার্থী, অফিস কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় ছাত্রীদের মধ্যে বক্তব্য দেয় রাবেয়া বসরী ও ইসরাত জাহান। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সুমা মন্ডল, সুখেন বাকচী, নির্মল কুমার ঘোষ, মো. সোলায়মান হোসেন ও নাসরিন সুলতানা। শিক্ষকদের মধ্যে কবিতা আবৃত্তি করেন সোলেমা খাতুন ও নাছিমা আক্তার এবং স্বরচিত প্রবন্ধ পাঠ করেন তৌহিদা জাহান।
অনুষ্ঠানের সভাপতি ঢাকা উইমেন কলেজের অধ্যক্ষ ড. মো. আবুল কালাম আজাদ সমাপনী বক্তব্যে বলেন, আমরা স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছি অনেক ত্যাগের মধ্য দিয়ে। স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের ইতিহাসে স্বাধীনতার সংগ্রাম ও স্বাধীনতা দিবসের কথা।