রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের ছাত্র জুবায়ের হাসান রাফিত (১৮) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চৌধুরী রাজিন ইকবালকে (১৮) গ্রেফতার করেছে র্যাব। রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৭ জুলাই) রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় রাজিন ও তার বাবা ইকবাল হোসাইনকে আসামি করে মামলা করেন নিহত রাফিতের বাবা আবুল বাশার।
এর আগে গতকাল শনিবার বিকেলে সহপাঠী রাফিতকে কোচিং শেষে বাসায় ডেকে নিয়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাসার সামনে ফেলে রাখেন রাজন।
এই ঘটনা জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।
দুই ভাই ও এক বোনের মধ্যে রাফিত ছিল সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতো।
নিহত শিক্ষার্থী মামা নুরুজ্জামান বলেন, সকালে কোচিং করার জন্য জুবায়ের বাসা থেকে বের হয়। পরে সে বাসায় না ফেরায় তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় তার কলেজের এক শিক্ষক জানায়, তাকে হত্যা করা হয়েছে। এসে দেখি আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।