ঢাকা কলেজে একাদশে ভর্তি যেভাবে

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে এই কার্যক্রম চলবে।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর মোট ১ হাজার ২শ জন শিক্ষার্থী ঢাকা কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ পাবেন। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ৯০০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ জন এবং মানবিক বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

পরিশোধ করতে হবে ভর্তি ফি : বোর্ড বৃত্তি ছাড়া মনোনয়নপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৪৪৩৬ টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৪৩৩৬ টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৪৩৩৬ টাকা পরিশোধ করতে হবে।

অপরদিকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিভিন্ন শিক্ষাবোর্ড থেকে বৃত্তি পাওয়া মনোনয়নপ্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ৪৩১৬ টাকা, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ৪২১৬ টাকা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ৪২১৬ টাকা পরিশোধ করতে হবে।

তবে এক্ষেত্রে বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় বোর্ড বৃত্তি পাওয়া শিক্ষার্থীকে বৃত্তির গেজেটের কপিসহ উপযুক্ত প্রমাণাদি ভর্তি কমিটির কাছে দাখিল করে বেতনের টাকা কর্তনের অনুমতি গ্রহণ করতে হবে।

শুধুমাত্র শিক্ষা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ জানুয়ারি সকাল ১১টায় স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে কলেজের ভর্তি ফি জমা দেয়ার অনুমোদন নিতে হবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজগুলো হলো-

১. শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর বা সংস্থায় ঢাকা মহানগর বা বিভাগ বা জেলায় কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী দপ্তর প্রধানের প্রত্যয়নপত্র।

২. সংশ্লিষ্ট কর্মকর্তা নিজস্ব দপ্তরের প্রধান হলে সেক্ষেত্রে তার একধাপ উপরের উর্ধ্বতন কর্মকর্তার প্রত্যয়নপত্র।

শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২৩ জানুয়ারি সকাল ১০টায় স্বশরীরে কলেজে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজসহ ভর্তি ফি জমা দেয়ার জন্য অনুমোদন নিতে হবে।

১. এসএসসি'র মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

২. মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট কপি, সনদের মূল কপি ও ফটোকপি।

৩. মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এসএসসি'র সনদপত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪. মুক্তিযোদ্ধা দাদা হলে শিক্ষার্থীর পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এসএসসি সনদের ফটোকপি বা এসএসসি (পাস) না হলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৫. মুক্তিযোদ্ধা নানা হলে শিক্ষার্থীর মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এসএসসি সনদের ফটোকপি বা এসএসসি (পাস) না হলে অনলাইন জন্ম নিবন্ধনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬. অনলাইন থেকে ডাউনলোড করা কপিতে মুক্তিযোদ্ধার বিস্তারিত তথ্য যেখানে স্বামী বা স্ত্রীর নামসহ পোষ্যদের নাম অর্ন্তভুক্ত রয়েছে।

৭. শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের অনলাইন কপি।

৮. মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক প্রত্যয়নপত্র।

অনলাইনে ভর্তি ফরম পূরণ করবেন যেভাবে

১. ঢাকা কলেজের ভর্তির ওয়েবসাইট http://dhakacollege.eshiksabd.com এ গিয়ে নিম্নোক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড
দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

২. এক্ষেত্রে User Name: dcstudent এবং  Password: dcstudent দিয়ে সাইন ইন  করতে হবে।

৩. এরপর এডমিশন অপশনে ক্লিক করে ক্লিক ফর নিউ এডমিশন (Click for New Admission) এ ক্লিক করতে হবে।

৪. ছয় ডিজিটের মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে ক্লিক করলে ভর্তি ফরম আসবে।

৫. ভর্তি ফরমের তথ্যাদি পূরণ করে সেভ বাটন ক্লিক করে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়াও  ভর্তি  ফি মোবাইল ব্যাংকিং সিস্টেম  বিকাশ, উপায়, নগদ এবং  রকেটের মাধ্যমে প্রদান করলে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইলে ভর্তি সম্পন্ন হওয়ার এসএমএস যাবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0026371479034424