ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক একেএম ইলিয়াস। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের ভূগোল বিষয়ের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে দেশের আরও পাঁচটি অনার্স কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলামকে চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক আবদুল হামিদকে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলামকে একই কলেজের উপাধ্যক্ষ, কারমাইকেল কলেজের অধ্যাপক মুহা. হামিদুর রহমানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ এবং সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আশরাফুল ইসলামকে কলেজটির উপাধ্যক্ষ করা হয়েছে।
এ ছাড়া খুলনার ব্রজলাল কলেজের অধ্যক্ষ ড. গাজী মনিবুর রহমানকে যশোরের সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীনকে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে দেখা যায়, এনসিটিবির সচিব নাজমা আখতারকে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারকে নাগরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, মাউশির উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাসকে রাজবাড়ী সরকারি কলেজে গণিত বিভাগে এবং মাউশির সহকারী পরিচালক তানভীর হাসানকে মানিকগঞ্জের ঘিওর সরকারি কলেজে বদলি করা হয়েছে। মাউশির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহানকে উপপরিচালক, মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুয়াল কায়সারকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক, মাউশির সহকারী পরিচালক মীর রাহাত মাসুমকে এনসিটিবির বিশেষজ্ঞ (মাধ্যমিক) এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আলমকে মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।