ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল মুনছুর ভূ্ঞা ও তার ক্যাশিয়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান জামান মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ১০ সেপ্টেম্বর ঢাকা শিক্ষাবোর্ডে জমা হওয়া অভিযোগে দেখা যায় শিক্ষা ক্যাডারের অধ্যাপক আবুল মুনছুর ঘুষ বাণিজ্যের জন্য একাধিক দালাল নিয়োগ করেছেন । দালালের অন্যতম জামান মিয়া ওরফে আবদুল্লাহ জামান উইটন ইন্টারন্যাশনাল স্কুল ও গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল নামের দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান।
অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বোর্ডে আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত থাকার অভিজ্ঞতায় পূর্ণ মুনছুরকে ২০১৯ খ্রিষ্টাব্দের জুনে ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। সেই থেকে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন ও নবায়ন করার বিষয়গুলো এককভাবে দেখভাল করতেন। ঢাকা বোর্ডে মনছুরের সহযোগী কয়েকজন সেকশন অফিসার। তারাও তার অপকর্মের সহযোগী। গত পাঁচ বছরে মনছুর কমপক্ষে পাঁচ কোটি টাকা ঘুষ নিয়েছেন মর্মে অভিযোগ উঠেছে।
ঢাকা শিক্ষাবোর্ডে জমা হওয়ার অভিযোগের কপি দৈনিক শিক্ষাডটকম অফিসেও এসেছে। এতে দেখা যায়, পুলিশের সমালোচিত বিপ্লব কুমার ও ডিবির হারুনের সঙ্গে মিলেমিশে শিক্ষা বাণিজ্যে লিপ্ত জামান মিয়া। আর এই সিন্ডিকেটের অন্যতম সদস্য আবুল মুনছুর। তারা ধানমন্ডির একটি রেস্টুরেন্টে মাঝে মাঝে বসতেন।
অভিযোগকারী লালমাটিয়ার মাহবুবা আক্তারকে বিভিন্ন সময় ব্লাক মেইল ও ভয়ভীতি দেখিয়েছেন জামান ও মনছুর। জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন সময়ে চারটি জিডি করেছেন বিভিন্ন থানায়। ঢাকা শিক্ষাবোর্ডে দাখিল করা লিখিত অভিযোগ মাহবুবা জানান, তার কাছ থেকে বিভিন্ন সময় ২৮ লাখ টাকা নিয়েছেন জামান মিয়া। যেই টাকার অংশ মুনছুরকেও দিয়েছেন জামান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনছুর ভুইয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এসব অভিযোগ মিথ্যা। বোর্ডে জমা পড়া লিখিত অভিযোগ সুষ্ঠু তদন্ত করলেই দেখা যাবে আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি বলেন, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ভাই টিপু ও বেসরকারি অধ্যক্ষ রতন মজুমদারের সুপারিশে কিছুটা ছাড় দিয়ে কয়েকটি ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন ও নবায়ন করেছি। সেটা না করে উপায় ছিলো না। পদে থাকতে হলে সেটা করতেই হতো।
মনছুর ভুইয়া বলেন, চাঁদপুরের অখ্যাত বেসরকারি হলেও অধিদপ্তর ও বোর্ডসহ শিক্ষা প্রশাসনে ভালো পদায়ন পেতে রতন কুমার মজুমদারের পায়ে হাত দিয়ে সালাম করেন প্রতিযোগীতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষা ক্যাডারের প্রায় হাজারখানেক সদস্য। যারা সবাই শিক্ষা ক্যাডার থেকে কোটায় উপসচিব হওয়া শ্রীকান্ত চন্দ্র ও সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের পিএস মন্মথ রঞ্জন বাড়ৈরও অনুসারী। এসব বিষয়ে তো একমাত্র দৈনিক শিক্ষাডটকমই গত ১৫ বছর ধরে লিখেছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।