ঢাকা মহানগর মহিলা কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিংবডির সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ বলেন, শিক্ষার্থীরা দেশের পরিবর্তনে যে অবদান রেখেছে তা চিরস্মরণীয়। এখন সময় এসেছে দেশ গড়ার। প্রত্যাশা করি দেশের উন্নয়নে তোমরা তোমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. রবিউল ইসলাম বলেন, ছাত্র জীবন নিজেকে মানুষ হিসেবে গড়ার সময়। পরিবর্তিত অবস্থার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের তৈরি করার ভালো সময় এসেছে উল্লেখ করে তাদের সম্ভাবনার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের ছাত্রীরা নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে কলেজ শিক্ষার্থী ফারিয়া আহমেদ ফারহা এবং তাসনুবা নাজনীন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।