বিশ্ব ইজতেমা জুমার নামাজ উপলক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিলো। জুম্মার নামাজে অংশ নিতে আসা লাখ লাখ মুসুল্লিদের উপস্থিতিতে ইজতেমা মাঠ পূর্ণ হয়ে গেলে মুসল্লিরা পাশ্ববর্তী কামাড়পাড়া সড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। টঙ্গী বাজার থেকে বাটা গেট, স্টেশন রোড, কামারপাড়া রোড হয়ে টঙ্গীর মিলগেট পর্যন্ত মুসুল্লিরা অবস্থান নেন। এতে ওইসব পথে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইজতেমা। দুপুর দেড়টায় জুমার নামাজ পড়ান ওলানা জুবায়ের।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইজতেমায় জুমার নামাজ পড়ার জন্য লাখ লাখ মুসল্লি এসেছেন। তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এজন্য আবদুল্লাহপুর থেকে গাজীপুরমুখী মহাসড়ক যানচলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। তখন কামারপাড়া রোডও বন্ধ করে দেয়া হয়েছে।