রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শুরু হয়েছে টেক কার্নিভাল। বৃহস্পতিবার ‘আইসিটি ডিভিশন প্রেজেন্টস্ ৬ষ্ঠ ডিআরএমসি পেট্রোমেক্স রিফাইনারী লিমিটেড ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল- ২০২৩’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন হয়েছে। তিন দিনের এ কার্নিভালে ইনোভেশন প্রজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং, ইত্যাদি ইভেন্টে দেশের তিন শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। বিশেষ অতিথি ছিলেন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন।
কার্নিভালে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের ১০টি স্টার্টআপ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের একটি ইনোভেশন এক্সপো আয়োজন করা হয়েছে।
‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রামের প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড এর ডিরেক্টর রাকিব আহমেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্চিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার আব্দুল্লাহিল কাফি। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, আইসিটি বিভাগের প্রভাষক এবং কার্নিভালের আহ্বায়ক রাসেল আহমেদ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং ২০৪১ খ্রিষ্টাব্দের রূপকল্প বাস্তবায়নে নবীনদের উৎসাহিত করতেই এই তিন দিনের টেক কার্নিভালের আয়োজন।
আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) তিন দিনের এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।