রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ।
শুক্রবার সকালে কলেজ অডিটরিয়ামে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নববর্ষের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নববর্ষ উপলক্ষে রঙ-বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানারে সাজনো হয়েছিল কলেজ প্রাঙ্গণ।
নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
তিনি অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।