ঢাকাতে কাকে আন্তর্জাতিক জাপানি ভাষার বক্তৃতা প্রতিযোগিতা

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

রাজধানীতে ১৪তম কাকে আন্তর্জাতিক জাপানি ভাষা বক্তৃতার আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বোরবার রাজধানীর কলাবাগানের মেইজি এডুকেশনের প্রধান কার্যালয়ে জাপান-বাংলাদেশ দূতাবাস ও জাপানের কাকে এডুকেশনাল ইন্সটিটিউটের যৌথ পৃষ্ঠপোষকতায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ঢাকাস্থ জাপানি দূতাবাসের জনসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের উপপ্রধান এবং দ্বিতীয় সচিব মি. ইয়ামামোতো কিয়োহেই।

প্রধান অতিথির বক্তব্যে ইয়ামামোতো বলেন, জাপানি ভাষা বা যেকোনো ভাষা হলো একটি যন্ত্র। এটা নিয়ে শুধু কাজ করবে শুধু তা নয়, ভাষার পাশাপাশি নিজেকে দক্ষ করে তুলতে হবে। সেটি প্রকৌশলগত দক্ষতা হতে পারে। 

বিশেষ অতিথির বক্তব্যে কাকে এডুকেশনাল ইন্সটিটিউটের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক ফুমিৎসুগু ওৎসুকি বলেন, ওখাইয়ামা সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং চিবা ইন্সটিটিউটে বাংলাদেশের ২০ জন ছাত্র পড়াশোনা করছে। তারা সবাই অনেক মেধাবী এবং পরিশ্রমী, অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশ এবং জাপানের উন্নয়নে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। 

এর আগে শুভেচ্ছা বক্তব্যে মেইজি এডুকেশনের চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া বলেন, তরুণরা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে সঠিক শিক্ষা ও মূল্যবোধ দিয়ে গড়ে তুললে তারা ভবিষ্যতের জন্য একটি শান্তিপূর্ণ বিশ্ব রেখে যাবে। তাই তাদেরকে নাগরিক কর্তব্যের মতো কাজের সাঙ্গে তাদের যুক্ত করতে হবে। এমন আঞ্চলিক ভাষা প্রতিযগিতার মধ্যে দিয়ে বাংলাদেশের যুব সমাজকে জাপানের শ্রম বাজার এর জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরের বেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাসাইউকি অসেতো, পরিচালক সাউথ এশিয়ান বিষয়ক, জেআই এইচডিও, মাকোতো আড়িতোমো, জেনারেল ম্যানেজার, জেআইএইচডিও,  ইতারো নিশিকাওয়া, প্রতিনিধি, এইযোগাক্কান ওখাইয়ামা স্কুল, জাপানিজ ভাষা বিভাগ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেইজি এডুকেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

 


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026969909667969