রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে মাদারীপুরের রাজৈর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকার তোপখানা রোডের ‘হোটেল রয়েল গ্রান্ড হায়াত’ নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ।
ওই শিক্ষকের নাম মনীন্দ্রনাথ বাড়ৈর। তিনি রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ক্যাম্পাসের একটি কোয়ার্টরে পরিবার নিয়ে বসবাস করতেন ওই শিক্ষক। বৃহস্পতিবার সকালে স্কুলের প্রয়োজনীয় কাজের কথা বলে ঢাকায় যান। দুপুরের পর থেকেই তাঁর স্ত্রী প্রধান শিক্ষকের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে বন্ধ পান। এরপর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। রাত ৮ টার দিকে থানা-পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ঢাকার আবাসিক হোটেল থেকে মনীন্দ্রনাথ বাড়ৈর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রাত ৮ টার দিকে শাহবাগ থানা থেকে ওই প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।