ঢাকার আশপাশে ১০ স্কুল : জটিলতায় বাদ একটি

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

ঢাকার আশপাশে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে বিরাজ করছে ধীরগতি। প্রকল্প গ্রহণের সাড়ে পাঁচ বছরের বেশি সময় পার হলেও ভৌত অগ্রগতি ৪৭ দশমিক ০৯ শতাংশ। এছাড়া ১৮২ কোটি ২২ লাখ টাকা ব্যয় হলেও আর্থিক অগ্রগতি সন্তোষজনক নয়। সেই সঙ্গে মামলাজনিত জটিলতায় তালিকা থেকে বাদ যাচ্ছে একটি বিদ্যালয়ের নাম। বাকি ৯টির কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এ পরিপ্রেক্ষিতে ‘ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রথম সংশোধন হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব এসেছে পরিকল্পনা কমিশনে। এতে একদিকে যেমন ব্যয় বাড়ছে, তেমনই বাড়ছে মেয়াদও। ফলে তিন বছরের প্রকল্পটি বাস্তবায়নে সময় যাবে সাড়ে সাত বছর-খবর সংশ্লিষ্ট সূত্রের।

জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বাড়বেই। যদিও অনেক ক্ষেত্রে বলা হয়, ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু কথাটা ঠিক নয়। কারণ, প্রকল্প থাকলে কিছু খরচ চলমান থাকে। আমরা সব সময় প্রকল্প সংশোধনের বিপক্ষে। কিন্তু বাস্তবতা অস্বীকার করা যায় না। যৌক্তিক কারণ থাকলেই কেবল সংশোধনী প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

সূত্র জানায়, মূল অনুমোদিত ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) ১০টি বিদ্যালয় স্থাপনের জন্য নাম উল্লেখ করা হয়েছিল। পরবর্তী সময়ে জমি চিহ্নিতকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। ওই কমিটি সরেজমিন পরিদর্শন করে বিভিন্ন দিক বিবেচনায় ১০টি উপযুক্ত স্থান নির্বাচন করে। এগুলো হলো-নবীনগর, আশুলিয়া, ধামরাই, হেমায়েতপুর, সাতারকুল, কেরানীগঞ্জ পশ্চিমদী, জোয়ারসাহারা, সাইনবোর্ড, পূর্বাচল এবং চিটাগাং রোড। কিন্তু ঢাকার খিলক্ষেত থানার জোয়ারসাহারা মৌজায় নির্বাচিত জমিটি মামলা জটিলতায় পড়ে। এছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে দেখা দেয় দীর্ঘসূত্রতা। এ পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ জুলাই অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের এডিপি সভায় জোয়ারসাহারার জমিটি বাতিলের সিদ্ধান্ত হয়। বাকি নয়টি স্থান চূড়ান্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানায়, প্রকল্পটির মূল অনুমোদনের মেয়াদ ধরা ছিল তিন বছর (২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন)। কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে এনইসির (জাতীয় অর্থনৈতিক পরিষদ) নির্দেশনা মেনে ২০২১ সালের জুন পর্যন্ত এক বছর মেয়াদ বাড়ায় পরিকল্পনা কমিশন। পরবর্তী সময়ে ব্যয় ছাড়া ২০২২ সালের জুন পর্যন্ত আরও এক বছর মেয়াদ বৃদ্ধি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতেও শেষ হয়নি কাজ। এবার প্রথম সংশোধনীর মাধ্যমে ২ বছর ৬ মাস বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রকল্পটির মূল ব্যয় ছিল ৬৭৩ কোটি ৪৬ লাখ টাকা। এখন ৭৬ কোটি ৯৩ লাখ টাকা বাড়িয়ে ৭৫০ কোটি ৪০ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের এক কর্মকর্তা রোববার বলেন, জোয়ারসাহারা বিদ্যালয়ের স্থান নিয়ে মামলার নিষ্পত্তি না হলে কিছুই করা যাবে না। এক্ষেত্রে পুরো প্রকল্পটির বাস্তবায়ন যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য এটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের কাছে তাদের ব্যাখ্যা যুক্তসংগত মনে হওয়ায় আমরা একনেকে উপস্থাপনের সুপারিশ করেছি।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0038731098175049