ঢাকায় প্রকল্প কর্মচারীদের হাতে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়। এ সময় নগরীর বিভিন্ন সরকারি মাধ্যমিক স্কুলের বিভিন্ন পদমর্যাদার শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।
মানববন্ধনে বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অনিতা রাণী হালদারের সভাপতিত্বে বক্তব্য দেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খানম, সহকারী প্রধান শিক্ষক রেহেনা বেগম, জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি বরিশালের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ. রাজ্জাক ও শিক্ষক নেতা রিজবী হোসেন খান প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার শিক্ষাভবনে দাবি আদায়ের জন্য দুই গ্রুপের অবস্থান নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এক দফা এক দাবি, এন্ট্রিপদ নবম গ্রেডে ধরে চারস্তরীয় একাডেমি পদসোপান চাই’ এমন ব্যানারে একদল আর বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা- কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে আরেকদল নিজেদের দাবি আদায়ের জন্য অবস্থান নেয়। পরে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতি হতে দেখা যায়।