২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির প্রথম ধাপের আগাম টাকা জমার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ টাকা জমা দেয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়কের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষাজীবন চলমান রাখার সুবিধার্থে এবং সাম্প্রতিক বন্যা-কবলিত জনপদের শিক্ষার্থীদের টাকা পরিশোধে চলমান প্রতিবন্ধকতা বিবেচনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির আগাম টাকা জমা করার শেষ তারিখ ২৩ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হলো।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় ভর্তি অফিসের হেল্পলাইন বন্ধ থাকবে। রোববার থেকে আবার হেল্পলাইন খোলা থাকবে। বন্যা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দের তারিখ অনলাইনে প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন।