যৌন ও প্রজনন স্বাস্থ্যের অগ্রগতি এবং অধিকার শীর্ষক প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ঢাবি কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারকের আওতায় আইসিডিডিআরবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য বিষয়ক যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান নিজেদের মধ্যে শিক্ষক, গবেষক ও উদ্ভাবন বিনিময় করবে। এছাড়া, উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ সমঝোতা স্মারক স্বাক্ষর করায় আইসিডিডিআরবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হাওলাদার, আইসিডিডিআরবির সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন, ঢাবি জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং আইসিডিডিআরবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।