ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাবের ২০২৩-২৪ কার্যবর্ষে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ওই বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী শ্রাবণী আক্তার এবং সাধারণ সম্পাদক পদে ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মো. তাওহিদুল ইসলাম মনোনিত হয়েছেন।
গতকাল রোববার ৬৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যারিয়ার ক্লাবের অনুমোদন দেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান।
সংগঠনটির মডারেটর হিসেবে দায়িত্বে রয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন তামান্না আক্তার অমি, নাজমুস সাদাত, সাফা আহমেদ, নূর ই আফরিন, আনিসুর রহমান ও মরিয়ম খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন, মুবাশ্বিরুজ্জামান হাসান, সজিব, মিথিলা, স্বর্ণালি, রাশিদ হুমায়ুন, আব্দুর রহমান শেখ ও অনিন্দিতা। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাহমুদুল হাসান, মারিয়া, রফিকুল হক ও অভি।
এছাড়া যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আমিরুল ইসলাম, সৈয়দ আব্দুর রহিম, সানজিদা নুর, ঐশী, শাহ আলম ও মায়শা।
সংশ্লিষ্টরা জানান, ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাবে মূলত বিসিএস, বিদেশে উচ্চশিক্ষায় সহায়তাসহ বিভাগের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে থাকে।
এদিকে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাশিদ হুমায়ুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ২০১৯ খ্রিষ্টাব্দে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ক্যারিয়ার ক্লাব যাত্রা শুরু হলেও করোনা মহামারির কারণে কার্যক্রম স্থবির হয়ে যায়। এ কমিটির মাধ্যমে ক্লাবটি পুনরায় প্রাণ ফিরে পেলো। উদ্যোক্তা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ে থাকালীন একজন শিক্ষার্থীকে কোন বর্ষে কোন ধরনের প্রস্তুতি নিতে হবে ও ক্যারিয়ারের জন্য কোন কোন বিষয়ের সময়ের সঙ্গে জোর দিতে হবে সেই বিষয়গুলোতেও শিক্ষার্থীদের নানা দিক-নির্দেশনা দেয়া হবে। যা প্রতিটি শিক্ষার্থীর জীবনে পাথেয় হয়ে থাকবে।