রাশিয়ার দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির (ডিএসপিইউ) রেক্টর অধ্যাপক আসভারড নারিমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন তিনি। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন।
নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে তারা একে অপরকে অবহিত করেন। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরো গতিশীল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘রাশিয়ান কর্নার’ এবং ‘সেন্টার ফর ওপেন এডুকেশন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ’ স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বলে তারা ঐকমত্য প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় দাগেস্তান স্টেট পেডাগোজিক্যাল ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক আসভারও নারিমানকে আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সেলর এবং রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচারের পরিচালক মি. ম্যাক্সিম ডোব্রোথোতভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রবীর কুমার সরকার, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকির, জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।