দৈনিক শিক্ষাডটকম, ঢাবি: সাতক্ষীরা আশাশুনি উপজেলায় বাড়ি অমিত কুমার মণ্ডলের। একেবারে হতদরিদ্র পরিবারে জন্ম। বাবা কৃষক। মা গৃহিণী।
সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। কোনো কোনো সময় তিনবেলা খাবারও জোটেনি। কিন্তু পড়াশোনায় দারুণ মনোযোগী অমিত। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ে টিউশনি করে নিজের খরচ চালাচ্ছেন। বছরখানেক ধরে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন তিনি। মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে গুরুতর অসুস্থ হয়ে এখন শয্যাশায়ী অমিতের মা নয়ন্তী মণ্ডল। তাঁর স্পাইনাল কর্ডের কয়েকটা ডিস্ক ফাঁকা হয়ে গেছে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় রোগটির নাম ‘আর্লি লাম্বার স্পন্ডলাইসিস (Early Lumber Spondylosis)। যতদ্রুত সম্ভব অপারেশনের পরামর্শ দিয়েছেন ডাক্তার। জটিল এই রোগটির চিকিৎসায় ১০ লক্ষ টাকার মতো দরকার। অমিতের পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা কোনোমতেই সম্ভব না। তাই মায়ের চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ।
সহযোগিতা করতে চাইলে--ব্যাংক হিসাব নম্বর : ০২০০২৬০৮১১৮১১ (অমিত মণ্ডল), রাউটিং নম্বর : ১২০২৭৪৮৭৯, আইএফআইসি ব্যাংক, নয়াপল্টন শাখা। বিকাশ/নগদ/রকেট : ০১৭০৪৯৩৭৫৪৩