ছাত্র অধিকার পরিষদের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক লুৎফর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। তবে এই অভিযোগ বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানভীর।
ছাত্র অধিকার পরিষদের অভিযোগ, প্রতি বৃহস্পতিবার টিএসসিতে গানের আড্ডার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। গতকাল অনুষ্ঠানস্থলে অবস্থান নেন তানভীর হাসান সৈকতসহ তার নেতাকর্মীরা। বিষয়টি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বুঝতে পেরে টিএসসি ত্যাগ করেন। পরে লুৎফর টিএসসিতে আসতেই তাকে মারধর করা হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢামেকে নেয়া হয়। এ বিষয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাবেক সংগঠক আসিফ মাহমুদ বলেন, লুৎফর ভাই টিএসসিতে এলে তাকে সৈকতের নির্দেশে মারধর করা হয়।
মারধরের বিষয় অস্বীকার করেছেন তানভীর হাসান সৈকত। তিনি বলেন, মারামারির বিষয়ে আমি জানি না। কেউ এ ঘটনায় জড়িত থাকলে আমি তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করব।