ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এসেছে নতুন তিন মুখ, যাদেরকে মনোনীত করেছেন আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ এ তথ্য জানিয়েছেন।
সিন্ডিকেটের নতুন সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আবু ইউসুফ, লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আ কা ফিরোজ। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত দুই শিক্ষক বিএনপি সমর্থক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
তারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮ জনের সিন্ডিকেটে আচার্য ছাড়াও একাডেমিক পরিষদ, সিনেট ও সরকার মনোনীত সদস্য আছেন।