‘প্রাঞ্জল শব্দচয়নে বিশ্বদরবারে সমাদৃত হোক বাংলা’ শ্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কবি সুফিয়া কামাল স্মারক আবৃত্তি উৎসব’ আয়োজন করেছে।
কবি সুফিয়া কামাল আবৃত্তি সংসদ (এসকেএএস) গত রোববার সন্ধ্যায় হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন।
এসকেএএস-এর সভাপতি আইভি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীন, হলের আবাসিক শিক্ষক, আবৃত্তি পরিষদের সদস্য ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।