ঢাবিতে ছাত্রীদের ওয়াসরুমে ছাত্রলীগ নেতা, অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রীদের ওয়াশরুমে ঢুকে এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তানজিন আল আমিন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপসংস্কৃতি বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঘটনার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন হয়রানির শিকার ছাত্রী। ঘটনার সময় ছাত্রলীগ নেতা তানজিন মাতাল অবস্থায় ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। 

অভিযোগপত্রে হয়রানির শিকার ছাত্রী বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বুধবার রাতে টিএসসিতে নারীদের জন্য নির্ধারিত ওয়াশরুম ব্যবহারকালে তানজিন আল আমিন মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করেন এবং টয়লেটের দরজা খোলা রেখে অর্ধনগ্ন হয়ে মূত্রত্যাগ করতে থাকেন। এ সময় আমাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। এতে আমি প্রচণ্ড ভয় পেয়ে বাইরে চলে আসি। কিছু সময় পরে তানজিন বের হলে বাইরে থাকা আমি ও আমার বন্ধুরা তাকে নারীদের ওয়াশরুমে প্রবেশ এবং অশ্লীল অঙ্গভঙ্গির কারণ জানতে চাই। কিন্তু সে (তানজিন) ও তার সঙ্গে থাকা কয়েকজন ভুল স্বীকার না করে উল্টো আমাদের দেখে নেয়ার হুমকি দেয়।’

তিনি বলেন, ‘হুমকির ঘটনায় আমি অনিরাপদ বোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যাবে।’

অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা তানজিন গণমাধ্যমকে বলেন, ‘আমি ভুল করে মেয়েদের ওয়াশরুমে ঢুকেছিলাম। কিন্তু সেটি বোঝার পর কাজ সেরে দ্রুত বের হয়ে এসেছিলাম। তবে এ ঘটনায় আমি ওই ছাত্রী ও তার বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করে একাধিকবার ক্ষমা চেয়েছি।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘মোবাইল ফোনে ওই ছাত্রীর সঙ্গে কথা হয়েছে আমার। সে লিখিত অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।’


পাঠকের মন্তব্য দেখুন
চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0052990913391113