ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী আগস্ট থেকে শুরু হবে। তবে কবে থেকে শুরু হবে তা জানা যায়নি।
বুধবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, অফিসিয়ালি কোনো তারিখ এখনো আসে নি। ডিনরা ও উপাচার্য মিলে একটি তারিখ নির্ধারণ করবে। সেটা আগামী মাসের (আগস্ট) যেকোন সময়েই হতে পারে। তবে আগস্টের শেষ দিকে ক্লাস শুরু হবে বলে আশা করছি। এখনো আমাদের মনোনয়ন প্রক্রিয়া চলছে। এ সপ্তাহের মধ্যে হয়তো আমরা একটা পর্যায়ে আসতে পারবো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনিস্টিউটের অধীনে এবার মোট ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। যার মধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ ও চারুকলা ইউনিটে ১৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
শিক্ষার সব খবর সবারআগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।