ঢাবিতে প্রফেশনাল এমএড ভর্তি পরীক্ষা দিলেন ২২৬ ভর্তিচ্ছু, ফল মঙ্গলবার

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রফেশনাল মাস্টার্স অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আগামীকাল মঙ্গলবার (১৮ জুলাই) এ পরীক্ষার ফল প্রকাশের কথা আছে।

শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।

চলতি শিক্ষাবর্ষের এমএড প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও প্রফেশনাল এমএড প্রোগ্রামের কোওর্ডিনেটর ড. এস এম হাফিজুর রহমান। 

তিনি জানান, এক ঘণ্টা চলা বহুনির্বাচনী পরীক্ষার ২২৬ জন অংশ নিয়েছে। শতকরা ৪০ শতাংশ নম্বর পাওয়া ভর্তিচ্ছুরা প্রাথমিকভাবে নির্বাচিত বলে বিবেচিত হবেন। এর নীচে নম্বর পেলে অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। এর মধ্যে শতকরা ৪০ শতাংশ নম্বর পাওয়াদের ভাইভার জন্য ডাকা হবে। তারপর ভর্তির জন্য চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

তিনি আরো জানান, আগামীকাল মঙ্গলবার প্রকাশ করার কথা রয়েছে। 

আসন সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ স্ট্রকচার রয়েছে, সেগুলোর ওপর নির্ভর করে আসন সংখ্যা। তবে এ মুহুর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, আসন সংখ্যা কতোটি হবে। এর আগে গত ২৮ মে থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে শর্ত সাপেক্ষে আবেদন করার সুযোগ পান ভর্তিচ্ছুরা।

জানা গেছে, ভর্তি সংক্রান্ত ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমের প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.ierdu.edu.bd) পাওয়া যাবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষক নিয়োগ গতিশীল করতে এনটিআরসিএকে নির্দেশ - dainik shiksha শিক্ষক নিয়োগ গতিশীল করতে এনটিআরসিএকে নির্দেশ মূল্যায়নের প্রশ্নপত্র ছড়ালে ব্যবস্থা - dainik shiksha মূল্যায়নের প্রশ্নপত্র ছড়ালে ব্যবস্থা কোটা নিয়ে এতো কীসের আন্দোলন: প্রধান বিচারপতি - dainik shiksha কোটা নিয়ে এতো কীসের আন্দোলন: প্রধান বিচারপতি কোটা আন্দোলন: বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক - dainik shiksha কোটা আন্দোলন: বিশ্ববিদ্যালয়-কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক সর্বজনীন পেনশন বাতিল দাবিতে শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি চলছে - dainik shiksha সর্বজনীন পেনশন বাতিল দাবিতে শিক্ষকদের চতুর্থ দিনের কর্মবিরতি চলছে সিলেটের ৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ষাণ্মাসিক মূল্যায়ন স্থগিত - dainik shiksha সিলেটের ৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ষাণ্মাসিক মূল্যায়ন স্থগিত কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা - dainik shiksha কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১২ হাজার, বহিষ্কার ৪৩ - dainik shiksha এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১২ হাজার, বহিষ্কার ৪৩ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে please click here to view dainikshiksha website Execution time: 0.0025599002838135