ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটে ‘সেন্টার ফর ওপেন এডুকেশন ইন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ’ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টারের উদ্বোধন করেন। এসময় ইন্সটিটিউটের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই সেন্টার শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি রাশিয়ান ভাষা ও সংস্কৃতি শিখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, দীর্ঘকাল থেকেই বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। বাংলাদেশের শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এই সেন্টার শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ় হবে।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ বি এম রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর এবং রাশিয়ান হাউজের ডিরেক্টর মি. পাভেল এ দভোয়চেনকভ, সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. জয়নুল আবেদিন, সেন্টারের খণ্ডকালীন শিক্ষক অধ্যাপক খালিদোভা রশিদা এবং নাদেজদা আলিপুলাতোভা বক্তব্য দেন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।