মুন্সিগঞ্জের শ্রীনগরে কিশোর নীরব হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে "ব্রেভম্যান ক্যাম্পেইন" ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৯ ফেব্রুয়ারি ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে খুন হয় ওই কিশোর।
মানববন্ধনে বক্তারা নীরব হত্যার বিচার এবং নারীর প্রতি সহিংসতারোধসহ প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্লাকার্ড দেখা যায়।
"ব্রেভম্যান ক্যাম্পেইন" ব্যানারে আয়োজিত মানববন্ধনে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ করলে প্রাণ দিতে হচ্ছে সাহসী প্রতিবাদী তরুণদের। প্রতিবাদকারীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এটা আরো বেড়ে যাবে।
জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহনা বলেন, নারীর সহিংসতারোধে পুরুষরাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু এভাবে নীরবের মতো সাহসী প্রতিবাদকারী পুরুষদের অগ্রযাত্রারোধ করে সমাজে নারী পুরুষের দূরত্বকে বিরাজমান রাখার হীন পরিকল্পনা চলছে। আমাদের প্রতিবাদই এ ধরনের ঘৃণিত কর্মকাণ্ডকে রুখে দিবে।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে নীরব হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটেছিলো। নীরব কামারগাঁও আলহাজ কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।