ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সেজে মাসখানেক ধরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করে আসছেন তিনি। কিন্তু শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে কথা বলে জানা গেলো সে ভুয়া ছাত্র। তার নাম মো. আল সানি। ধরা পড়ার পর তিনি নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একজন কর্মকর্তা বলে পরিচয় দেন তিনি।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ক্লাসে ওই ভুয়া শিক্ষার্থী শনাক্ত হয়। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, একটা ছেলে মিথ্যা পরিচয়ে সমাজবিজ্ঞান বিভাগে ক্লাস করতো। তাকে আটক করার পর সে নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেয়। আমরা এনএআইয়ের সদস্যদেরও ডেকেছিলাম, সে তাদের সদস্য কি-না জানতে। কিন্তু তারা নিশ্চিত করেছে সে তাদের কেউ না। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
এদিকে তার কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আটককৃত আল সানি ঝিনাইদহ সদরের কালিকাপুর এলাকার মহিলা কলেজ পাড়ার বাসিন্দা এবং আবু জাফর খাঁ ও রুনা আক্তার দম্পতির সন্তান।