ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত। আগামীকাল সোমবার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে, আজ রোববার (২৮ মে) ফল প্রকাশের সম্ভবনা থাকলেও তা হচ্ছে না।
রোববার দুপুরে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের পর উপাচার্য মহোদয়ের কাছে চারুকলা ইউনিটের ভর্তির ফল হ্যান্ডওভার করা হবে। আমার মনে হয় না, রোববার ফল দিতে পারবে। কারণ অনলাইনে যারা দায়িত্বে আছেন, তাঁদেরকে আবার ফল অবজারর্ভ করতে হবে, সেখানেও অনেক সময় লেগে যায়। যদি তারা কোনো সমস্যা না পান, তাহলে রাতের মধ্যে দিয়েও দিতে পারে।
গত বছরগুলোতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার রেওয়াজ ছিলো, এবারও সেভাবে ফল প্রকাশ হচ্ছে কি-না জানতে চাইলে অধ্যাপক নিসার হোসেন বলেন, সে বিষয়টিও আছে। তাই আমার মনে হয় রোববার ফল প্রকাশ করা হবে না। তবে আশা করি সোমবার ফল প্রকাশ করা হবে।
এর আগে গত ২৯ এপ্রিল সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে মোট ১৩০টি আসনের বিপরীতে প্রায় ৭ হাজার ৯৭টি আবেদন পড়েছিলো।