ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৯ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৬ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ২৪ মে পর্যন্ত ভর্তি ফরম উত্তোলন ও জমা দেয়া যাবে। [insid-ad-1]
প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. দিলরুবা শারমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২০২৩ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১৯ মে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এক বছর মেয়াদি প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ প্রোগ্রামে জাপানের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি এবং সাহিত্যের ওপর বিস্তৃত কোর্স থাকে। জাপানি ভাষায় কার্যকরী দক্ষতা অর্জনেরও সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এই প্রোগ্রামটির শেষে শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে জাপানি স্টাডিজে এমফিল-পিএইচডি করার সুযোগ পেয়ে থাকেন। সেই সঙ্গে জাপানি কোম্পানিগুলিতে চাকরির সুযোগ সৃষ্টি হয়।[insid-ad]
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ-২ দশমিক ৫০ (সিজিপিএ ৪ স্কেলে) স্নাতক ডিগ্রিধারী আবেদনকারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্ধারিত আবেদনপত্রটি জাপানিজ স্টাডিজ (ডিজেএস) বিভাগের কার্যালয় থেকে নির্ধারিত ফি দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে সংগ্রহ করে আগামী ২৪ মে পর্যন্ত ভর্তি ফরম উত্তোলন ও জমা দিতে হবে।