ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ মে) ঢাবি কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।
জানা গেছে, ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে বিজ্ঞান অনুষদে ১ লাখ ২৭ হাজার ৭৫ টি আবেদন পড়েছে। সেই হিসেবে প্রতি আসনে লড়বেন প্রায় ৬৯ জন ভর্তিচ্ছু।
চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
এদিকে ১০০ নম্বরের মোট পরীক্ষা ৬০ নম্বরের ভেতরে প্রথমত একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ২৪ পেতে হবে, যা পাস নম্বর হিসেবে বিবেচিত হবে। প্রার্থী ২৪ নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন, সেই সঙ্গে ২৪ নম্বর পেলেই তার লিখিত অংশ মূল্যায়ন করা হবে। সর্বমোট ১০০ নম্বরের ভেতর ৪০ নম্বরের নিচে নম্বর প্রাপ্তদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না।
গত বছরে মতো এবারো এক যোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে।