ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আসন প্রতি লড়বেন ৪০ জন ভর্তিচ্ছু। এ ইউনিটে মানবিক ও ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য কিছু আসন রয়েছে। এছাড়াও তিন বিভাগের জন্য কোটায় ৮৪ টি আসন সংরক্ষিত রয়েছে।
আগামীকাল শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে চলতি শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এ বছর ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ব্যবসা শিক্ষা ইউনিটে আবেদন পড়েছে ৪১ হাজার ৩৬৮টি। সেই হিসেবে প্রতি আসনে লড়বেন ৪০ জন ভর্তিচ্ছু। মেধাস্কোরের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা শিক্ষার্থীদের পৃথক মেধাতালিকা তৈরি করা হবে।
ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।
এর ভেতরে ব্যবসা শিক্ষা কোটাতে সংরক্ষিত রয়েছে ৭৪ টি, বিজ্ঞানে ৮টি ও মানবিকে ২টি। জানা গেছে, বহুনির্বাচনী প্রশ্ন অংশে তিন বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ইংরেজিতে ন্যূনতম০৫ এবং সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে বহুনির্বাচনী প্রশ্ন এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। ভর্তির উপর্যুক্ত শর্তগুলো কোটাসহ সব পরীক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেধাক্রমানুসারে আসন সংখ্যার ন্যূনতম ৩ গুণ প্রার্থীর লিখিত উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেই সঙ্গে বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষায় প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০ দশমিক ২৫ নম্বর।