অসুস্থ থাকায় বিশেষ ব্যবস্থাপনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিক্যাল সেন্টারে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছেন ৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষায় বসেন এই তিন শিক্ষার্থী। এবার প্রথম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। জানা গেছে এ কেন্দ্রে একজন চিফ মেডিক্যাল অফিসার, একজন কো-অর্ডিনেটর, একজন শিক্ষক এবং একজন কর্মকর্তা দায়িত্বে ছিলেন।
মেডিক্যাল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) রাজিয়া রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, এর আগে আমাদের মেডিক্যাল সেন্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন পড়েনি। এবারই প্রথম। এবার মেডিক্যাল সেন্টার থেকে মোট তিনজন পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার্থীদের মধ্যে দুজন জলবসন্তের এবং আরেকজন হার্টের রোগী।
বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীবান্ধব। অসুস্থ থাকায় এবং সবার সঙ্গে পরীক্ষা দেয়ার সুযোগ না থাকায় তাদের আমরা বিশেষ ব্যবস্থাপনায় মেডিক্যালে পরীক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছি। ঢাবিতে পরীক্ষা দেয়ার সুযোগ একবারই পাওয়া যায়, তাই তাদের আমরা হতাশ করতে চাই না। এছাড়াও আমরা কেন্দ্রগুলোতে সিক বেডেরও ব্যবস্থা রেখেছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, কোনো শিক্ষার্থী অসুস্থ থাকলে বিশেষ টিমের তত্ত্বাবধানে পরীক্ষা নেয়া হয়। এবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাবি মেডিক্যাল সেন্টার থেকে তিনজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আমরা তাদের বিশেষ ব্যবস্থাপনায় পরীক্ষা নিয়েছি।