ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করতে চায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। রোববার উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষৎ করে এ বিষয়ে গুরুত্বারোপ করেছেন জাইকার ঢাকাস্থ প্রধান আবাসিক প্রতিনিধি মি. ইচিগুছি টমোহাইদ। এদিন সকালে উপচার্যের কার্যালয়ে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাইকার প্রধান আবাসিক প্রতিনিধি।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.আব্দুল্লাহ্-আল-মামুন, জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ কমোরি তাকাশি, জাইকা রিপ্রেজেন্টেটিভ চিনাতসু ইহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।
পরে ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা জাইকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। স্বাধীনতার পর থেকেই জাপান সরকার বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষার সার্বিক উন্নয়নে সহযোগিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন। এসময় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর সঙ্গে জাইকার চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশের জন্য জাইকার ঢাকাস্থ প্রধান আবাসিক প্রতিনিধি মি. ইচিগুছি টমোহাইদ ধন্যবাদ জানান।